কোমল পানীয় ছেড়েও তাদের লাভ হচ্ছে না
যুক্তরাষ্ট্রে মোটা মানুষদের মধ্যে চিনিমুক্ত কোমল পানীয় খুব জনপ্রিয়৷ কিন্তু চিনিযুক্ত পানীয় এড়িয়েও লাভ হচ্ছে না৷ এ কারণে ডায়েট ড্রিংক্সের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ডায়েট ড্রিংক্স পান করার ফলে কোথায় সবার দেহে ক্যালরি কমবে, তা নয়, ক্যালরি তো বাড়ছেই অনেকে আরো মুটিয়েও যাচ্ছেন৷ তাহলে আর ডায়েট ড্রিংক্স পান করে কী লাভ! যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সরকারি এক জরিপের তথ্য নিয়ে কাজ করেছেন৷ কাজ করে যা দেখেছেন তা রীতিমতো বিস্ময়কর৷ জরিপে অংশ নিয়েছিলেন ২৪ হাজার মোটা মানুষ৷...
Posted Under : Health News
Viewed#: 39
See details.

